Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবি’র ষষ্ঠ সমাবর্তন আজ, যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি


২২ ডিসেম্বর ২০১৯ ১১:৪১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১২:১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ষষ্ঠ সমাবর্তনে সভাপতিত্ব করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন এই সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা দেবেন।

আজ রোববার (২২ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি দুপুর আড়াইটার দিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. কাজী মো. শহীদুল্লাহ ও খুবি উপাচার্য ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেবেন।

খুবি উপাচার্য জানান, শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সমাবর্তনে ২৩ জনকে স্বর্ণপদক দেওয়া হবে। সমাবর্তনে আট জনকে পিএইচডি ডিগ্রি এবং পাঁচ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। বাসস।

খুবি খুলনা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর