Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের আহত ভিপি নুর


২২ ডিসেম্বর ২০১৯ ১৪:০৮

আরও একবার আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন তিনি।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ডাকসু ভবনে আহত হন তিনি। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অভিযোগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন তিনি। একই হামলায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন বলেও অভিযোগ তাদের।

বিজ্ঞাপন

https://youtu.be/ewiRkUeKb8A

জানা গেছে, ভিপি নুর ও তার অনুসারীরা দুপুরে ডাকসু ভবনের ভেতরে প্রবেশ করেন। এসময় কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ডাকসু ভবনের আশপাশে অবস্থান নেন। একই সময়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, একপর্যায়ে লাঠিসোটা নিয়ে ডাকসু ভবনের ভেতরে অবস্থানরত ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলে পড়েন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ভিপি নুরসহ অনেকেই তার হামলায় আহত হন। পরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

আহত ভিপি নুর ডাকসু ভবনে ভিপির কক্ষে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যরা ডাকসু ভবনে এসেছে। তবে তারা আমাদের এ বিষয়ে কিছু অবহিত করেনি। ডাকসু ভবনের সামনে হামলা ও সংঘর্ষের ঘটনায় বহিরাগত কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, সর্বশেষ গত ১৭ ডিসেম্বর ঢাবি ক্যাম্পাসে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। ওই হামলাতেও আহত হন।

আরও পড়ুন-
ভিপি নুরের ওপর ছাত্রলীগের হামলা
এক বছরে ৮ বার হামলার শিকার হয়েছি: ভিপি নুর
হামলার প্রতিবাদ করতে গিয়ে নিজেই হামলার শিকার ভিপি নুর
কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, ভিপি নুর আহত

আহত টপ নিউজ নুরুল হক নুর ভিপি নুর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর