আসামে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজার হাজার নারী
২২ ডিসেম্বর ২০১৯ ১৪:২৩
ভারতে সম্প্রতি পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে অল আসাম স্টুডেন্টস’ ইউনিয়ন (এএএসইউ) সহ ৩০ আদিবাসী সংগঠন। রোববার (২২ ডিসেম্বর) আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত ওই বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার নারী। শনিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া সিরিজ প্রতিবাদের অংশ হিসেবে তারা এই বিক্ষোভে অংশ নেয়। বিভিন্ন সংগঠনের নারী নেতৃত্ব, শিক্ষাবিদ, গৃহিনী ও কলেজের নারী শিক্ষার্থীরা এই প্রতিবাদে অংশ নিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
ওই বিক্ষোভে যোগ দিয়ে কয়েকশ গৃহিনী এবং বয়স্ক নারী আসাম রাজ্যের আদিবাসীদের পক্ষ থেকে কেন্দ্র সরকারকে এই নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) নিয়ে পুনরায় ভেবে দেখতে বলেছেন। এসময় তারা নাগরিকত্ব আইন বিরোধী প্লাকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে থাকেন। ওই নারী জমায়েত থেকে বলা হয় এই নাগরিকত্ব আইন অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক। নারীদের ওই মিছিল শহরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে লতাশীল খেলার মাঠে এসে শেষ হয়।