Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দু নারীর অবমাননা: শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


২২ ডিসেম্বর ২০১৯ ১৬:১০

১৯৮৯ সালে প্রকাশিত একটি বইয়ে হিন্দু নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য প্রকাশের দায়ে ভারতীয় কংগ্রেস দলের সাংসদ শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে থিরুভানানথাপুরামের একটি আদালত। শনিবার (২১ ডিসেম্বর) আদালত এই আদেশ জারি করে। খবর স্ক্রল ডট ইন।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, মহাভারতকে কটাক্ষ করে লেখা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ নামের ওই বইটিতে লেখক শশী থারুর নায়ার গোত্রের হিন্দু নারীদের অবমাননা করেছেন। থিরুভানানথাপুরামের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে ওই অবমাননার মামলার প্রথম শুনানির দিনে শশী থারুর বা তার আইনজীবী কেউই উপস্থিত না হওয়ায় আদালত এই আদেশ জারি করেছে।

বিজ্ঞাপন

তবে শশী থারুরের ব্যক্তিগত অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার শুনানির তারিখ উল্লেখ করে কোনো সমন তাদের হাতে পৌঁছায়নি। তাদের পক্ষ থেকে আদালতে এই অভিযোগ জানানো হয়েছে। আদালত তাদের অভিযোগ আমলে নিয়ে নতুন সমনের কপি ইস্যু করেছে যেখানে তারিখ উল্লেখ করা আছে।

শশী থারুরের দফতর থেকে আরও জানানো হয়েছে এই গ্রেফতারি পরোয়ানার যথাযথ প্রক্রিয়ায় আপিল করবেন তারা।

গ্রেফতারি পরোয়ানা ভারতীয় কংগ্রেস শশী থারুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর