শহীদ পরিবারের বাড়ি দখল, ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
২২ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৬
ঢাকা: রাজধানীর নবাবপুরে সরকারিভাবে বরাদ্দকৃত শহীদ পরিবারের নামে তিনতলা বাড়ি দখলকারী দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- রাজধানীর নবাবপুর রোডের বাসিন্দা শেখ মো. জাবেদ উদ্দিন ও মিরাজ মো. জাকির উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে তপন কুমার বসাকের নাম ব্যবহার করে জাল দলিল ও রেকর্ডপত্র তৈরি করেছেন। এরপর বিভিন্ন সরকারি দফতরে সেগুলো দাখিল করে শহীদ পরিবারের অনুকূলে সরকারিভাবে লিজকৃত ঢাকা শহরের নবাবপুরের (রোড নং-২২১) জমি অবৈধভাবে দখল করেন। পরবর্তী সময় জমির ওপর অবস্থিত তিনতলা ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের বেইজমেন্ট স্থাপন করেন আসামিরা।
এই অপরাধের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।