Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাঙালি জা‌তিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন বঙ্গবন্ধু’


২২ ডিসেম্বর ২০১৯ ১৮:০৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘মুক্তিকামী বাঙালির নয়নের মনি ছিলেন বঙ্গবন্ধু। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি ছিলেন বিশ্বে মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বাঙালি জা‌তিকে বঙ্গবন্ধু মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন।’

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবা‌ড়ীর মাতুয়াইল এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ-২০১৯ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হয়েছিল বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এসব সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের ম‌ধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে প‌রিণত করা। এটি কর‌তে সব চেয়ে বড় প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিন দেশ প‌রিচালনা করবে। তারাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে প‌রিণত করবে।’

বর্তমান সরকার শিক্ষার প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকারও সেই বিষয়টি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছে এবং তদানুযায়ী পদক্ষেপও গ্রহণ করেছে। বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারের নেওয়া সিদ্ধান্তের কারণেই দেশ উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে।’

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা। এতে আরও উপ‌স্থিত ছিলেন- ঢাকা মেট্রোপ‌লিটন পু‌লিশের ওয়ারী বিভাগের উপ-পু‌লিশ ক‌মিশনার শাহ ইফতেখার আহমেদ, এশিয়া‌টিক গ্রুপের ব্যবস্থাপনা প‌রিচালক সোহরাব হোসেন বাবু, ঢাকা দ‌ক্ষিণ সি‌টি করপোরেশনের ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসু‌দ্দিন ভুঁইয়া সেন্টু, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহসহ অনেকে।

গোলাম দস্তগীর গাজী নয়নের মণি বঙ্গবন্ধু


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর