Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রের মৃত্যু


২২ ডিসেম্বর ২০১৯ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আমির হামজা নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আমির হামজা উপজেলার গুনাইহাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও মাঝগ্রাম কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রোববার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আমির হামজা প্রতিদিনের মত রোববারও প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে শিক্ষকের মোটরসাইকেল নিয়ে সে ঘুরতে বের হয়। তবে বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায় পৌঁছলে সে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আমির হামজার মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

মোটরসাইকেল দুর্ঘটনা স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর