Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এটিএম শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী’


২২ ডিসেম্বর ২০১৯ ২০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শামসুজ্জামানের শারীরিক অবস্থা দেখতে এসে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের একজন গুণী শিল্পী। ওনার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

এর আগে, তথ্যমন্ত্রী এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় অভিনয় শিল্পী তারিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকার রানা, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

উল্লেখ্য, গতকাল শনিবার (২১ ডিসেম্বর) শারীরিক অসুস্থতার কারণে বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তার বাম চোখ ও কপালে ভাইরাল ইনফেকশন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ টি এম শাসুজ্জামান তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর