লক্ষ্মীপুরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন
২৩ ডিসেম্বর ২০১৯ ১৫:১৪
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে খাল দখল করে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের নেতৃত্বে সদরের জকসিন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম জানান, এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম ,নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।