Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনে ‘যে জীবন জীবনের’


২৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবিশ্বের মত বাংলাদেশেও খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয় বেশ ঘটা করে। টেলিভিশন চ্যানেলগুলোতেও থাকে বিশেষ আয়োজন। হয় বিশেষ অনুষ্ঠানমালা। থাকে নাটক আর সঙ্গীতানুষ্ঠান। এবারের বড়দিনের নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘যে জীবন জীবনের’।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি।

সম্প্রতি নবাবগঞ্জের কলাকুপার বান্দুরায় ‘যে জীবন জীবনের’ শুটিং শেষ হয়েছে। নাটকটি সম্পর্কে নির্মাতা জয়ন্ত বলেন, ‘যিশু খ্রিস্টের জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মূল আলোচ্য বিষয়। বড়দিন উপলক্ষে নির্মিত্য হলেও নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প।’

বিজ্ঞাপন

নির্মাতা জানান, আগামী ২৫ ডিসেম্বর রাত ৯টায় নাটকটি দেশ টিভিতে প্রচারের কথা রয়েছে।

গোলাম রাব্বানী জয়ন্ত রোজারিও দেশ টিভি নাটক বড়দিন যে জীবন জীবনের