Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাড়খন্ডও বিজেপি’র হাতছাড়া, সরকার গড়ছে কংগ্রেস-জেএমএম জোট


২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৪

গেলো এক বছরে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি’র হাত থেকে পাঁচটি রাজ্য হাতছাড়া হলো। তালিকার সর্বশেষ নাম ঝাড়খন্ড। এখানকার বিধানসভা নির্বাচনে বিজেপিকে হটিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। ৮১ আসনের বিধানসভার সংখ্যাগরিষ্টতা পেতে দরকার ছিলো ৪১ আসন। তার মধ্যে ৪৭টি আসনে জিতেছে কংগ্রেস জোট। বিজেপি জিতেছে ২৫ আসনে। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ৩৭ আসন জিতেছিল।

ঝাড়খন্ড রাজ্য গঠিত হওয়ার পর ২০ বছরের মধ্যে প্রথমবার ক্ষমতার স্বাদ পেতে যাচ্ছে কংগ্রেস। কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী হবেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) প্রধান হেমন্ত সরেন। জেএমএম একক দল হিসেবে সবচেয়ে বেশি ৩০টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস জিতেছে ১৫টি আসনে। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস মাত্র ৬টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জোটের আরেক দল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জিতেছে ১টি আসনে।

এবারের নির্বাচনে বিজেপির প্রধানমুখ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস নিজেই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন তিনি।

গেলো এক বছরে ভারতের ছয়টি রাজ্যে বিধান সভা নির্বাচন হয়েছে। এরমধ্যে শুধুমাত্র হারিয়ানা বাদে বাকি পাঁচ রাজ্যের ক্ষমতা হারিয়েছে বিজেপি। রাজ্যগুলো হচ্ছে- মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ঝাড়খন্ড। এরমধ্যে তিনটি রাজ্যে এককভাবে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বাকি দুটিতে এসেছে জোটবদ্ধভাবে।

 

কংগ্রেস জোট ঝাড়খন্ড টপ নিউজ নির্বাচন বিজেপি ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর