Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপায় যোগ দিলেন বিএনপি-জাগপা’র আড়াই শ‘ নেতাকর্মী


২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:১৩

ঢাকা: বিএনপি ও ২০ দলীয় জোটভুক্ত দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অন্তত আড়াই শ’ নেতাকর্মী জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নতুন নেতাকর্মীরা জি এম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটনের নেতৃত্বে অর্ধশত এবং জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহ’র নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জাপা কার্যালয়ে আসেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাধারণ মানুষ মনে করে দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি সম্ভাবনাময় দল। জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তাই দেশবাসী সরকারের বিকল্প হিসেবে জাপার ওপরেই ভরসা রাখে। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই দেশের মানুষ বেশি অধিকার ভোগ করেছে। উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতির প্রশ্নে জাতীয় পার্টির শাসনামল অনন্য।

ঢাকা সিটি নির্বাচনে প্রার্থী দেবে জাপা

জি এম কাদের আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। আগামীকাল (২৪ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। এই নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীরাই মাঠে থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে এলায়েন্সের প্রস্তাব এলে জাতীয় পার্টি তা বিবেচনা করবে।

এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, এস.এম. ফয়সল চিশতী।

জাপার নতুন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. লিটন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাবেক প্রেসিডিয়াম মেম্বার মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বাবলু।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বর সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মো. নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল দাস, মো. হেলাল উদ্দিন, হুমায়ন খান, এম.এ. রাজ্জাক খান, এনাম জয়নাল আবেদিন, মঞ্জুরুল হক, কাজী আবুল খায়ের, জাকির হোসেন মিলন, আহাদ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, মোস্তফা কামাল, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন খান মিলন, ফারুক শেঠ, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন।

জাগপা জাপা বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর