Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ১৪ ও ১৫ এপ্রিল ‘সুইস-বাংলাদেশ এক্সপো-২০২০’


২৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৭

ঢাকা: সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ব্যাবসায়িক সম্পর্কের নতুন দুয়ার উন্মোচন আর বর্তমান বন্ধুত্ব আরও জোরদার করতে ‘সুইস-বাংলাদেশ এক্সপো-২০২০’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২০ সালের ১৪ ও ১৫ এপ্রিল সুইজারলান্ডের বেসেল শহরে বাংলাদেশি ব্যাবসায় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই এক্সপো অনুষ্ঠিত হবে।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির অ্যাকাডেমিক বিল্ডিংয়ের অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে ‘সুইজারলান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট নকিব খান ও সেক্রেটারি জেনারেল শিবলি রুবায়েত ইসলাম ‘সুইস-বাংলাদেশ এক্সপো ২০২০’ এর বিস্তারিত গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কী কী উপায়ে ‘সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল শিবলি রুবায়েতুল ইসলাম বলেন, ‘আমরা জানুয়ারির শুরু থেকেই এক্সপোর রেজিস্ট্রেশন শুরু করব এবং প্রতিষ্ঠান বাছাইয়ে সর্বাধিক গুরুত্ব দেবো। সেখানে আগত ব্যাবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে মূলত বাংলাদেশি পণ্য ও সেবাগুলো তুলে ধরা এবং বাংলাদেশে ইতিবাচক ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রচারই এক্সপোর মূল উদ্দেশ্য।’

সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট নকিব খান বলেন, ‘আমরা শতভাগ বিশ্বাস রাখি যে, আমরা আমাদের মূল উদ্দেশ্য অর্জনে সফল হব। এবং এই এক্সপোর মাধ্যমে সুইজারল্যান্ডে নতুন এক বাংলাদেশের রূপ তুলে ধরতে সক্ষম হব।’

বিজ্ঞাপন

১৪ ও ১৫ এপ্রিল ২০২০ এক্সপো সুইস-বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর