‘ভিপি নুরসহ সবাই ভালো আছেন’
২৪ ডিসেম্বর ২০১৯ ১২:৫৭
ঢাকা: হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন সবাই এখন ভালো আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দীন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. এ কে এম নাসির উদ্দীন বলেন, ‘আহত সবার অবস্থাই উন্নতির দিকে, হাসপাতাল থেকে তাদের শিগগিরই ছেড়ে দেওয়া হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ভিপি নুরসহ হাসপাতালে চিকিৎসাধীন সবার জন্যই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। আমরা যার যেমন শারীরিক অবস্থা সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।’
গুরুতর আহত তুহিন ফারাবির সার্বিক অবস্থা এখন আরও ভালো হয়েছে জানিয়ে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওনি বাসায় ফিরতে চেয়েছিলেন, কিন্তু আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। তবে ওনাকে আমরা শিগগিরই কেবিনে ট্রান্সাফার করে ফেলবো।’
তিনি আরও বলেন, ‘ভিপি নুরের অবস্থাও ভালো আছে। তবে তার কাঁধ এবং হাতে ইনজুরি আছে। এজন্য তার এক্সরে এবং আল্ট্রাসোনোগ্রাফিও করা হবে। এছাড়া সোহেলের সিটি স্ক্যান করা হয়েছে। তারা আমাদের এখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকবে, তবে আশা করা যায় শিগগিরই তাদের হাসপাতাল থেকে দেওয়া হবে।’
ভিপি নুরসহ আহতদের চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড
এছাড়া আহত আমিনুল ইসলামের সমস্যাগুলোর জন্য আরও কিছু পরীক্ষা করা হবে। তিনি আমাদের নিউরো সার্জনের অধীনে চিকিৎসাধীন আছেন। তার পরামর্শ অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে বাকি সবার যেমন চিকিৎসা দরকার, যা পরীক্ষা করা দরকার সবই করা হবে বলেও জানান হাসপাতালের পরিচালক।
উল্লেখ্য, গত রোববার (২৪ অক্টোবর) দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।