Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিপি নুরের উপর হামলার বিচার দাবি ঢাবি সাদা দলের


২৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৬

ঢাবি: ডাকসু ভবনে ঢুকে ভিপি নুরুল হক নুর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়। মানববন্ধন থেকে শিক্ষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান ।

মানববন্ধনে বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম বলেন, ‘ডাকসু অত্যন্ত গর্বের জায়গা। সেই জায়গাটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ডাকসু ভবনে নির্বাচিত ভিপির ওপর হামলা হবে এটি কখনোই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আঘাত আসে তখন গোটা জাতির ওপর আঘাত আসে। এই ঘটনাকে লজ্জাজনক উল্লেখ করে হামলায় জড়িতদের চিহ্নিত করে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কর্তৃপক্ষের প্রতি।

নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ মাহমুদ বলেন, রাজনীতি পচে গলে তার ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। অদূর ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে দল-মত নির্বিশেষে আমরা যেন প্রতিবাদ করতে পারি সেই প্রতিজ্ঞা করতে হবে।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আলমগীর হোসেন সম্রাট বলেন, একটা গ্রুপ মারধর করছে আরেকটি গ্রুপ সিসিটিভি নিয়ে গেছে প্রশাসনের উচিত হার্ডডিস্ক খুঁজে বের করা। আমরা দেখেছি কিভাবে হামলা হয়েছে। আমরা শিক্ষকরা সবথেকে বেশি কষ্ট পেয়েছি। বিচার না হলে প্রতিবাদের জন্য আমরা আবারও অপরাজেয় বাংলায় দাঁড়াবো।

ফাইন্যান্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান সব জায়গায় বিচারহীনতা রয়েছে। এটা রাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। আমি এ ঘটনার বিচার চাচ্ছি। প্রশাসনে যারা ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরও বিচার হওয়া উচিত।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষক হিসেবে আমরা লজ্জিত। ডাকসু ভবনে নির্বাচিত ভিপির ওপর হামলা হয়েছে। অথচ প্রশাসন নিশ্চুপ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সন্ত্রাসী কার্যক্রম করা হয়। মত, আদর্শের মিল না হলে শিবির বলে নির্যাতন করা হয়।

তিনি আরও বলেন, একটা রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন এগুলো তাদের কর্মকাণ্ড হয়। কয়েকদিন আগে বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে। একটা বিচার না হলে আরেকটা ঘটনার সূত্রপাত হয়। এই সরকার সব জায়গায় ব্যর্থ হচ্ছে। দুর্নীতি, আইনের শাসন,ন্যায় বিচার, সব জায়গায় অনিয়ম। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে নির্যাতন সরকার দলীয়রা নির্যাতন করেনি। আমরা চাই বিশ্ববিদ্যালয় ছাত্রবান্ধব হবে। সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য হতে পারে না।

ঢাবি সাদা দল

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর