Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নান্দাইলের মাজহারুল হত‌্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড


২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:০৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ময়মনসিংহের নান্দাইল এলাকার দোকানি মাজহারুল ইসলাম হত্যা মামলায় ১০ জনের ফাঁসির রায় ঘোষণা করেছেন আাদলত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এখলাছ উদ্দিন, আবুল কাশেম ফকির ওরফে বাচ্চু, কবির মিয়া, আবুল কাশেম ওরফে আবু, আবুল কালাম আজাদ, চন্দন, শুক্কুর আলী, বাদল মিয়া, ফারুক মিয়া এবং রুমা আক্তার।

অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত জনকে খালাস দিয়েছেন আদালত।

এর আগে, গত ৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন‌্য আজ মঙ্গলবার দিন ঠিক করেছিলেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি বা ১ মার্চ সকালে মাজাহারুলকে তার ওষুধের দোকানেই খুন করা হয়। ওই ঘটনায় তার বোন বিউটি আক্তার ১ মার্চ নান্দাইল থানায় মামলা দায়ের করেন। ২০০৮ সালের ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

চার্জশিট দাখিল হওয়ার পর জব্বর মুহুরী নামে এক আসামি মারা যান। আদালত জব্বরকে অব্যাহতি দিয়ে ১৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটি বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ৩০ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেন।

১০ জনের মৃত্যুদণ্ড মাজহারুল হত্যা মামলা