সরকারি দলকে সংযত আচরণের আহ্বান আবুল মকসুদের
২৪ ডিসেম্বর ২০১৯ ১৫:১৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘বিশেষ করে সরকারি দলকে সংযত আচরণ করতে হবে। সরকারি দলের যারা বেশি ক্ষমতা দেখায়, তারা যাতে অন্য সংগঠনের ওপরে হানাহানি না করে।’
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর অন্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে এমন হামলার ঘটনা একটি গণতান্ত্রিক দেশের জন্য কলঙ্কজনক উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্ররা যার যার মত প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয় একটি উন্মক্ত জায়গা, সেখানে সভা- সমাবেশ করার অধিকার সবারই সমান।’
ঢাবি প্রশাসনই হামলার মদদদাতা: জোনায়েদ সাকি
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘হানাহানি বন্ধ হওয়া উচিৎ, কারণ বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার জায়গা। এখানে এগুলো হবে কেন? আমাদের সন্তানেরা এখানে আসে জ্ঞানচর্চার জন্য। যদি তারা এখানে মারারমারি করে তাহলে কেমন করে তাদের কাছ থেকে ভালো কিছু আসা করবো? সরকারের এ দিকে দৃষ্টি দিতে হবে।’
উল্লেখ্য, গত রোববার (২৪ অক্টোবর) দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।
ঢাবিতে হামলা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সৈয়দ আবুল মকসুদ