আহত ফারাবিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
২৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৯
ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের-সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহত তুহিন ফারাবিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ফারাবিকে কেবিনে দেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফারাবির অবস্থা আগের তুলনায় অনেক ভালো। গতকালই তাকে কেবিনে নেওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত দর্শনার্থীর কারণে তার শরীরের কথা চিন্তা করে কেবিনে নেওয়া হয়নি।’
‘ভিপি নুরসহ সবাই ভালো আছেন’
এর আগে, রোববার সন্ধ্যায় ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে গতকাল সোমবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছিল।
উল্লেখ্য, গত রোববার (২৪ অক্টোবর) দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।