Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিন উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জাপা চেয়ারম্যানের


২৪ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৭

জি এম কাদের

ঢাকা: বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সৃষ্টির দেশ। এখনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় একই সুতোয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাই একসঙ্গে কাজ করছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই মহান দিনে বেথলেহেমে জন্ম নিয়েছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু। তিনি বিশ্ব শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দিয়েছেন। আমি এই দিনে দেশবাসীর সুখ, শান্তি, প্রগতি ও উন্নয়ন কামনা করছি।’

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি বড়দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর