বিএসটিআইয়ের অভিযান: ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
২৪ ডিসেম্বর ২০১৯ ১৮:৫১
ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত ৬ প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার মেসার্স তিতাস ফিলিং স্টেশন, কড্ডা বাজার এলাকার মেসার্স হাজী ফিলিং স্টেশন ও হোতাপাড়া এলাকার মেসার্স কে আর সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় প্রতিষ্ঠান ৩টির বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়াও একই অভিযানে কোনাপাড়া এলাকার মেসার্স সাগর সৈকত ফিলিং স্টেশন, কড্ডা এলাকার মেসার্স মাহাবুব ফিলিং স্টেশন এবং রাজেন্দ্রপুর এলাকার মেসার্স সাহারা ফিলিং স্টেশন বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহণ ছাড়া ডিপরড ও লিটার মেজার্স ব্যবহার ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
বিএসটিআই’র অভিযানে সংস্থাটির উপ পরিচালক মো. রেজাউল হকের নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক পূজন কর্মকার অংশ নেন।