জাতীয় পার্টিতে যোগ দিলেন শতাধিক সাবেক সেনা সদস্য
২৪ ডিসেম্বর ২০১৯ ১৯:০৮
ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সাবেক সেনা সদস্য জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে দলের চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন তারা।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলে যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তাদের স্বাগত জানান। তিনি বলেন, ‘জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, প্রতিদিনই এই দলে বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা যোগ দিচ্ছেন। জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দল।’
নবাগতদের স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ‘কিছু পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না, জাতীয় পার্টি সব সময় দেওয়ার জন্য রাজনীতি করে। আর কিছু দিতে পারলে অবশ্যই সম্মান পাওয়া যায়। জাতীয় পার্টির সময় এখন সামনে এগিয়ে চলা, এখন শুধুই জয়ের পথে এগিয়ে চলা।’
এসময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য ফখরুল ইমাম, এস এম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া, সংসদ সদস্য নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।