Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’


২৪ ডিসেম্বর ২০১৯ ২২:২৭

ঢাকা: চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রফেসর রশিদউদ্দিন আহমেদ সেমিনার হলে বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, রোগীরা চিকিৎসকদের কাছে অনেক আশা নিয়ে আসেন। আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দান, সুন্দর আচরণ ও ব্যবহার এবং ভালোবাসা দিয়ে রোগীর মন জয় করতে হবে। সবাইকেই নিজ নিজ স্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। তবেই সততার সঙ্গে দায়িত্ব পালনের পথ সুগম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ টি এম মোশারেফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপউপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারসহ নিউরোসার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

কনক কান্তি বড়ুয়া নিউরোসার্জারি বিভাগ বিএসএমএমইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর