Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ‘অচিন পাখি’


২৫ ডিসেম্বর ২০১৯ ০১:৩০

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে ১৫ ঘণ্টা ৩০ মিনিটের পথ পাড়ি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া রাষ্ট্রীয় পতাকাবাহী অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টা ১৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘অচিন পাখি’। এ সময় উড়োজাহাজটিকে গ্রহণ করতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ড্রিমলাইনারটি।

শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ এরইমধ্যে গত ২১ ডিসেম্বর বিকালে দেশে পৌঁছেছে।

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন।

ড্রিমলাইনার নতুন বিমান বিমান বাংলাদেশ সোনারতরী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর