‘ডাকসুতে হামলার সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে’
২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৪
ঢাকা: মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেওয়া এক কথা নয় জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে গ্রেফতার করা হবে। এ জন্য সিসিটিভির ফুটেজ খোঁজা হচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় ভিপি নুর বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় মারমুখী অবস্থায় দেখা যাওয়া আর মারামারিতে অংশ নেওয়া এক বিষয় নয়। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনায় গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে।’