আমাদের রাজনীতিবিদরা বেপরোয়া চালক হয়ে গেছে: কাদের
২৫ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৬
ঢাবি: আমাদের দেশের রাজনীতিবিদরা বেপরোয়া চালক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলানায়তনে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যের তিনি এ মন্তব্য করেন।
ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, ‘এটা দুভাগ্যজনক হলেও সত্য আমাদের রাজনীতি এখন পোলারাইজড এবং ডিভাইসিফুল হয়ে যাচ্ছে। অসহিষ্ণুতা প্রবল হয়ে রাজনীতির পরিবেশকে কলুষিত করছে। আমরা শুধু ওয়াল নির্মাণ করছি। অলঙ্ঘনীয় এ ওয়াল কেবল রাজনীতিতে কেবলই উঁচুতে উঠছে।’
তিনি বলেন, ‘আমি ছোট বড় অনেক সেতু নির্মাণ করেছি। কিন্তু রাজনীতিতেও, সামজিক-সাংস্কৃতিক জীবনে পারিবারিক জীবনে আমাদের আরও সেতু দরকার। তিনি পোলারাইজড ডিভাইসি রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আর ওয়াল নয় এখন আমরা সেতু নির্মাণ করি।’
আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া এ নেতা বলেন, ‘আমাদের পলিটিসিয়ানরা এখন বেপরোয়া চালক হয়ে গেছে। বেপরোয়া চালকের মতো আমাদের রাজনৈতিকদের কথাবার্তাও বেপরোয়া (রেকলেস)। আমাদের অনেকের মুখে ফর্মালিনের মতো বিষ। এই অবস্থায় ওয়াল আরও উঁচুতে উঠবে। কাজেই আমরা যে যেই মতের হই না কেন একটা মডারেট ব্রিজ আমাদের নির্মাণ করতে হবে। একটা ব্যালেন্স করে আমাদের এগিয়ে যেতে হবে।
ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজের বিভাগের অনুষ্ঠানে নিজের সম্পর্কে স্মৃতি চারণ করেন। তিনি বলেন, ‘আমি আসলে আমার দ্বিতীয় জীবনে প্রবেশ করেছি। আমি অনেকটা অলৌকিকভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছি। গত বছরের মার্চ মাসে আমার জীবনের ওপর যা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য এমন ছিল যে, আমি আর নেই। সেদিন আপনারা দোয়া করেছেন। শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো তার পেছনে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর আলোচনা অনুষ্ঠানে সভপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস হোসেন, সহযোগী অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা।