Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিং অব ফায়ার: বৃহস্পতিবার বছরের শেষ সূর্যগ্রহণ


২৫ ডিসেম্বর ২০১৯ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ বাংলাদেশের আকাশে দৃশ্যমান হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। জ্যোতির্বিজ্ঞানীরা এই বলয়গ্রাস সূর্যগ্রহণের নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের সময় সূর্যকে দেখাবে একটি রক্তাক্ত আংটির মতো।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে আংশিকভাবে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে, কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯টা ৩৬ মিনিট থেকে। এসময় সূর্য,পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করার কারণে চাঁদের ছায়া এসে সূর্যকে ঢেকে ফেলবে।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণে ক্যাম্প আয়োজন করেছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল আটটা থেকে জাদুঘরের ছাদ থেকে দুইটি করোনাডো টেলিস্কোপের মাধ্যমে এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও, সূর্যগ্রহণ নিয়ে থাকবে বিশেষজ্ঞ আলোচনা।

বিজ্ঞাপন

আংশিক সূর্যগ্রহণ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রিং অব ফায়ার