রিমান্ড শেষে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য কারাগারে
২৫ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৯
ঢাকা: রিমান্ড শেষে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সক্রিয় সদস্যকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদন আমলে নিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া এই আদেশ দেন।
এর আগে এবিটি সদস্য আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী, মেহেদী হাসান শাকিল ওরফে বাবু, আব্দুল আল মামুন ও নাজমুল হাসান চারদিনের রিমান্ডে ছিলেন।
গত ১৮ ডিসেম্বর রাতে শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ ময়দানের পাশ থেকে তাদের আটক করে র্যাব। সে সময় তাদের কাছে বেশ কিছু লিফলেট ও উগ্রবাদী বই পাওয়া যায়। র্যাব জানায়, আটক চারজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
র্যাব তাদের শাহ আলী থানায় হস্তান্তর করলে ২০ ডিসেম্বর শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার দেখানো হয়। ওই দিনই আদালত তাদের চার দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আদেশ চেয়ে আবেদন করেন।