Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেটা থুনবার্গের বড়দিন উদযাপন


২৫ ডিসেম্বর ২০১৯ ১৮:১০

খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তবে প্রতিবছর সারাবিশ্বে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই উৎসবের সাথে একাত্ম হয়। ১৬ বছর বয়সী পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ, তার দেশ সুইডেনে বড়দিনের উৎসব পালন করছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি ছবি প্রকাশ করে বিশ্বব্যাপী তার ফলোয়ারদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

ওই টুইটার পোস্টে তিনি বলেছেন, নিজের প্রতি সবাইকে যত্নশীল হতে হবে। অপরের প্রতিও সদয় থাকতে হবে। আর ভুলে গেলে চলবে না যেখানে আমরা বাস করছি, এই পৃথিবী, তা যেন আমাদের কারণে ক্ষতিগ্রস্থ না হয়। পাশাপাশি তিনি পোষাপ্রাণির প্রতি সদয় থাকার জন্য সকলকে অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন

টুইটারে প্রকাশিত ওই ছবিতে দেখা যায় গ্রেটা তার পোষা দুইটি কুকুরকে তার পাশে নিয়ে বড়দিনের আমেজে রয়েছেন।

গ্রেটা থুনবার্গ টুইটার সুইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর