রাশিয়া ও চীনের সাথে ইরানের যৌথ নৌ মহড়া
২৫ ডিসেম্বর ২০১৯ ২০:১৬
ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে রাশিয়া ও চীনের সাথে চার দিনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান। বুধবার (২৫ ডিসেম্বর) সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে ইরানের হারেটজ নিউজ।
ওই মুখপাত্র জানিয়েছেন, শনিবার (২৮ ডিসেম্বর) থেকে ত্রিপক্ষীয় নৌ মহড়া শুরু হবে। যুক্তরাষ্ট্র ইরানের ব্যাপারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই দেশটি তাদের সামরিক শক্তি সমৃদ্ধকরনের ঘোষণা দিয়ে রেখেছিল। এর মধ্যেই চীন ও রাশিয়ার মতো দুইটি সামরিক শক্তিতে সমৃদ্ধ দেশের সাথে ইরানের যৌথ মহড়া নতুন সামরিক সম্পর্কের নতুন মাত্রা তৈরি করছে।
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জেনারেল আবুল ফজল শেখারচি জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতেই এই নৌ মহড়া। এই মহড়া ওমান সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, সৌদিআরবের তেলক্ষেত্রে হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলার পর সৌদিআরব, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের উপস্থিতিতে পারস্য উপসাগরে একটি নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছিল।