Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ককটেল, নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট


২৬ ডিসেম্বর ২০১৯ ১২:৪৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা বারোটার দিকে বোম ডিসপোজাল ইউনিট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) গেটের সামনে ককটেলটি নিষ্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের পুরাতন গেটের সামনে একটি পরিত্যক্ত ককটেল পড়ে থাকতে দেখা যায়।

কেন্দ্রীয় ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক জানান, বেলা এগারোটার পর আইবিএর সামনে একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। তবে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ককটেল পড়ে আছে এরকম একটি খবর পেয়ে সরেজমিনে দেখা দেখে এসেছি। ডাকসু ভবন এর কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। ককটেল বিস্ফোরণ হওয়ার কোন ঘটনা ঘটেনি। ডিবিকে বিষয়টি দেখতে বলেছি।

এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি কাজ করছে, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

ককটেল ঢা‌বি বোম ডিসপোজাল ইউনিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর