Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে টাইফুন ফ্যানফোন, ২০ জনের মৃত্যু


২৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইফুন ফ্যানফোনের আঘাতে ফিলিপাইনে ২০ জনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাওয়া এই টাইফুন দেশটির সর্বত্র ধ্বংসের চিহ্ন রেখে গেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্থানীয়ভাবে এই টাইফুনকে উরসুলা নামেও ডাকা হচ্ছে। ফিলিপাইনের সরকারি কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে ঘন্টায় ১৯০ কিলোমিটার গতিবেগ নিয়ে ফিলিপাইনের কয়েকটি দ্বীপে আঘাত হেনেছে এই টাইফুন। বড়দিনের উৎসবের মধ্যে এই টাইফুন উপদ্রুত অঞ্চলের মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে টাইফুন ফ্যানফোন সেন্ট্রাল ফিলিপাইনে আঘাত হানে। কিন্তু এর ক্ষয়ক্ষতি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে দৃশ্যমান হওয়া শুরু করে।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, ফিলিপাইনের ইলোইলো এবং ক্যাপসিজ প্রদেশ টাইফুন ফ্যানফোনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিজ্ঞাপন

আরো