Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নটরডেম ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তি উদযাপন


২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:৫১

ঢাকা: কুড়ি বছর পর, অনেকের সাথে দেখা হলো। যারা এক সময় এক বেঞ্চে বা পাশাপাশি ডেস্কে বসত অথবা অন্য সেকশনে ক্লাস করত। তারা সবাই নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত। সবাই আজ চল্লিশের কোঠায়।

বুধবার (২৫ ডিসেম্বর) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নিজেদের পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছিল নটরডেম ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।

দিনভর নানা আয়োজনে, আড্ডায় নিজেদের খুঁজে ফিরেছে দেশসেরা মেধাবীরা। সঙ্গে ছিল স্ত্রী ও সন্তানরাও। ১৯৩ জন নটরডেমিয়ান ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৬০০ মানুষের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পার্কের লেক ভিউ মঞ্চ ও প্রাঙ্গণ। শিশুদের জন্য যেমন ছিল বিস্কুট দৌড়, ক্রিকেট বল নিক্ষেপসহ মজার মজার খেলা, তেমনি তাদের মায়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার গেমসহ নানা আয়োজন।

২০ বছর উদযাপনের স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে প্রকাশ হয়েছে ‘প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় A JOURNEY FROM 1999 to 2019’ নামে ১৭২ পৃষ্ঠার স্মরণিকা। যেখানে প্রবন্ধ, কবিতা, স্মৃতিচারণের পাশাপাশি সব বন্ধুর কলেজে পড়ার সময়ের ছবি ও বর্তমান অবস্থান সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সুদৃশ্য পাটের ব্যাগে টিশার্ট, শাল, বাচ্চাদের খেলনা, চাবির রিংসহ নানা গিফট পান সদস্যরা। বাবা, মা ও সন্তানের ফ্যামিলি ফটো তুলে তাৎক্ষণিকভাবে তা মগে প্রিন্ট করে উপহার পাওয়া ছিল সবচেয়ে আকর্ষণীয়।

এর আগে সকালে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মধ্যাহ্ন ভোজের পর বড় কেক কেটে হয় ‘টোয়েন্টি ইয়ারস সেলিব্রেশন’। চলে নাচ, গান, আবৃত্তি। সদস্যদের পরিবারের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও গান গেয়ে মুগ্ধ করেন সবাইকে। পৌষ তোদের ডাক দিয়েছে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে সদস্য পরিবারের চার শিশু নৃত্যশিল্পী যখন মঞ্চে ওঠে তখন এক অন্যরকম আবহ সৃষ্টি হয়।

বড়দিন উপলক্ষে সারাদিন সান্তা ক্লজ ছিল নটরডেমিয়ানদের সঙ্গে। শিশুদের আনন্দ বাড়িয়েছে স্যান্টাক্লজ। শিশুরা পেয়েছে চকলেট, খেলনা, টিফিন বক্সসহ নানা উপহার। রাতে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মিলনমেলা। তবে সদস্যদের মধ্যে এর রেশ থেকে যাবে সারাজীবন।

আয়োজকরা জানান, ৯৯ ব্যাচের ১৮৪০ জন নটরডেমিয়ানকে একত্রিত করতে ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছেন। ১৮৪০ কলেজ বন্ধুর মধ্যে এক বছরে প্রায় ৬০০ বন্ধুকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। এই গ্রুপে অন্তত ২০০ ডাক্তার, ২০০ ইঞ্জিনিয়ার, ১৫০ ব্যাংকার, ১৫০ সরকারি কর্মকর্তা সহ অন্য পেশার দক্ষ বন্ধুরা আছে। এই মাল্টি ডিসিপ্লিন এর দেশসেরা মেধাবীদের শক্তিকে একত্রিত করে দেশের, সমাজের এবং নিজ বন্ধুদের পরিবারের মান উন্নয়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নটরডেমিয়ান ৯৯ ব্যাচ।


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর