Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার থেকে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ


২৬ ডিসেম্বর ২০১৯ ১৯:৩২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ২০:৪৩

ঢাকা: আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ শুক্রবার রাত পর্যন্ত রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহের শনি অথবা রোববার থেকে এসব অঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, ‘রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে এখনও এক দুই ফোঁটা করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। এতে উত্তর অঞ্চলের শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হয়ে দক্ষিণাঞ্চলেও বিরাজ করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে রংপুর বিভাগসহ ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ এবং সিরাজগঞ্জ অঞ্চলে। এটা আগামী ২৪ ঘণ্টা বা তার অধিক সময় অব্যাহত থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।’

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এবং কাল দেশের আকাশে মেঘ থাকবে। ফলে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু মেঘ কেটে গেলে তাপমাত্রা কমে যাবে। ফলে যেসব এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে সেসব এলাকা থেকে শৈত্যপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে।

আকাশ মেঘাচ্ছন্ন শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর