Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইভিএমে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের নিশ্চয়তা রয়েছে’


২৬ ডিসেম্বর ২০১৯ ২১:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতে যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানেই বিরোধীদল জিতেছে, বিএনপি জিতেছে। ইভিএমে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের নিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় আগে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ নিয়ে সংকোচের দরকার নেই, আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনের সহযোগিতা সরকার থেকে দেওয়া হবে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে। তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তারা ঘরে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না, একটা জাম্বুজেট মার্কা কমিটি করেছে। এদের কাছে গণতন্ত্র কি আশা করা যায়? বিএনপি ব্যর্থ হয়েছে আন্দোলনে-নির্বাচনে। জনগণ তাদের ডাকে সাড়া দেয় না। তাতে সরকারের তো কোনো দোষ নেই।’

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইভিএম ইভিএমে ভোট ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর