Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘দুর্বৃত্তের দেওয়া’ আগুনে পুড়লো ২ বসতঘর


২৬ ডিসেম্বর ২০১৯ ২২:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আড়াই ঘণ্টার ব্যবধানে দু’টি বসতঘর আগুনে পুড়ে গেছে। ঘরগুলোতে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে। আগুনে ওই গ্রামের দাশপাড়ায় স্বপ্না রাণী দাশের বসতঘর এবং শীলপাড়ায় রনজিৎ শীলের বসতঘরের পাশাপাশি একটি গরুও পুড়ে মারা গেছে।

বিজ্ঞাপন

বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী সারাবাংলাকে জানান, রাত সাড়ে ১২টার দিকে স্বপ্না রাণী এবং রাত তিনটার দিকে রনজিতের ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের টিম স্বপ্নার ঘরে আগুন নিভিয়ে ফেরার পথে রনজিতের ঘরে আগুন লাগার খবর পায়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দু’টি বসতঘরে আগুন নেভানো হয়।

রনজিত শীল সারাবাংলাকে বলেন, ‘আমরা ঘরে ঘুমাচ্ছিলাম। রাত তিনটার দিকে আমাদের গোয়ালঘরে এবং পরিত্যক্ত পুরনো একটি ঘরে আগুন দেখতে পাই। আমরা ঘর থেকে বেরিয়ে আসি এবং প্রাণে রক্ষা পাই। তবে গোয়ালঘরে একটি গরু আগুনে পুড়ে মারা গেছে।’

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন সারাবাংলাকে বলেন, র‘নজিতের ঘরে বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। স্বপ্নার ঘরে আগুনের উৎস জানতে পারিনি। আগুনে একটি ঘরে ৩৫ হাজার এবং আরেকটি ঘরে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

তবে রনজিত শীল জানিয়েছেন, তাদের গোয়ালঘর ও বসতঘরের যেখানে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিদ্যুতের সংযোগই নেই। তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে, কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছে। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কারা কি উদ্দেশে আগুন দিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না।’

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নাশকতার উদ্দেশে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে আমরা মনে করছি। ২০১৪ সালে বিএনপি-জামায়াতের লোকজন আমাদের এলাকায় অনেক ঘরে আগুন দিয়েছিল।’

ঘটনাস্থল পরিদর্শন করে আসা সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় সারাবাংলাকে বলেন, ‘এলাকার লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা সারাবাংলাকে বলেন, ‘আগুনের ঘটনা শুনেছি। যদি নাশকতার ঘটনা হয় তদন্ত করে ব্যবস্থা নেব।’

আগুন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর