Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ মাস পর কারগিলে চালু হল মোবাইল ইন্টারনেট


২৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৩০

চার মাস ধরে জম্মু-কাশ্মীর ও লাদাখে বন্ধ থাকার পর এবার এ অঞ্চলের কারগিলে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। তবে কাশ্মীরের বিস্তৃত উপত্যকায় এখনও মোবাইল ইন্টারনেট পুরোপুরি চালু হয়নি।

এর আগে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ সাংবিধানিক অধিকার সংবলিত ৩৭০ ধারা বাতিল করে ভারত সরকার। এর ফলে কাশ্মীর থেকে ভেঙে আলাদা হয়ে যায় লাদাখ। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় জম্মু-কাশ্মীর ও লাদাখ।

এর প্রতিবাদে আন্দোলন শুরু হয় পুরো অঞ্চলে। আন্দোলন দমনে জম্মু-কাশ্মীর ও লাদাখে মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। শতাধিক শীর্ষ নেতাসহ সাবেক দুই মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হয়। উপত্যকার বেশ কিছু এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) লাদাখের কারগিলে মোবাইল ইন্টারনেট চালু করা হয়। লাদাখে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেয় সরকার। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লাদাখে নতুন করে আর কোনো সহিংস ঘটনা ঘটেনি। এর আগে এ অঞ্চলের ধর্মীয় নেতারা অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছিলেন।

কারগিল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর