Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহে বেড়েছে জনদুর্ভোগ


২৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৩

ফাইল ছবি

ঠাকুরগাঁও: দ্বিতীয় দফায় শৈত্য প্রবাহ শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ঠাকুরগাঁওয়ের মানুষ। উত্তরে হিম শীতল বাতাসের কারণে কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি।

জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চাহিদার তুলনায় শীতবস্ত্র পাচ্ছেন না নিম্ন আয়ের মানুষরা। শীতবস্ত্রের জন্য সাধারণ আয়ের মানুষ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কার্যালয়ে ভিড় করছেন। তবে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, প্রতিদিন কম্বল বিতরণ করা হচ্ছে ।

জেলা প্রশাসক জানান, শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। ঘন-কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে সঙ্গে পাল্টা দিয়ে চলছে শৈত্যপ্রবাহ। শীতের প্রভাবে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শতাধিক শিশু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।

ঠাকুরগাঁও শৈত্যপ্রবাহ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর