Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার


২৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২

চট্টগ্রাম ব্যুরো: লাইটারেজ জাহাজের ধাক্কায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে তলিয়ে যাওয়া এক মাঝির মরদেহ প্রায় ৬০ ঘন্টা পর উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরীর শাহ আমানত সেতুর নিচে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার বাংলাবাজার নৌকাঘাটের কাছে এই ঘটনা ঘটে।

নিখোঁজ নুর মোহাম্মদ (৪৫) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জনৈক আবুল হোসেনের ছেলে।

নগরীর বাংলাবাজার ঘাট থেকে নিয়মিত ছোট নৌকায় দক্ষিণে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ঘাটে যাত্রী পার করেন নুর মোহাম্মদ। ওইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বাংলাবাজার থেকে নৌকা নিয়ে তিনি রওনা হয়েছিলেন। ঘাটের একেবারে কাছাকাছিতে এমভি কিং ফিশার নামে একটি লাইটারেজ জাহাজ তার নৌকাকে ধাক্কা দেয়। এতে নুর মোহম্মদ নদীতে পড়ে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করেও তার মরদেহ পায়নি।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, শাহ আমানত সেতুর নিচে ভাসমান অবস্থায় মাঝির মরদেহ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর