নাইজেরিয়ায় ১১ বন্দির শিরশ্ছেদ, আইএসের ভিডিও প্রকাশ
২৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৪১
আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেটের (আইএস) মুখপাত্র আমাকের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে, নাইজেরিয়ায় ১১ বন্দিকে হত্যার ঘটনা স্বীকার করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত ওই ভিডিওতে আইএস দাবি করেছে অক্টোবরে সংগঠনটির সাবেক প্রধান আবু বকর আল বাগাদাদিকে সিরিয়ায় হত্যার প্রতিশোধ হিসেবে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে। খবর বিবিসি।
আইএস জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে এই বন্দিদের নাইজেরিয়ার বর্ন প্রদেশে আটক করে রেখেছিল তারা। প্রকাশিত ভিডিওর ভিত্তিতে বিবিসি জানিয়েছে, আটক ১১ জনের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয় এবং বাকী ১০ জনের শিরশ্ছেদ করে আইএস জঙ্গিরা।
এর আগে, চলতি বছরের অক্টোবরে সিরিয়ায় চালানো এক সেনা অভিযানের মুখে আইএসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদি ও মুখপাত্র আবুল হাসান আল মুহাজির মারা যান।
প্রসঙ্গত,নাইজেরিয়ার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বোকো হারামের একটি অংশ বর্তমানে ইসলামিক স্টেটের (আইএস) ব্যানারে দেশটিতে সক্রিয় রয়েছে।