Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন হুমকির মুখে আছে: তাবিথ


২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:১৫

ঢাকা: আসছে ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচন হুমকির মুখে আছে বলে শঙ্কা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল মিন্টু।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই শঙ্কার কথা জানান।

‘বিএনপি মূলত নির্বাচনকে বিতর্কিত করতে ভোটে অংশ নিচ্ছে। তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না। গতবারের মতো এবারও তারা নির্বাচন থেকে সরে যাবে’— সরকারি দলের এমন বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাইলে তাবিথ আউয়াল বলেন, ‘জনমত আমাদের পক্ষে আছে। সুতরাং নির্বাচন থেকে আমরা সরব না। শেষ পর্যন্ত মাঠে থাকব। শেষের পরও লড়াই চালিয়ে যাব। শুধু জয় ছিনিয়ে আনব না, খালেদা জিয়াকে মুক্ত করে তবেই ঘরে ফিরব।’

‘পুরো নির্বাচন প্রক্রিয়া আগে থেকেই বিতর্কিত হয়ে আছে। আগের নির্বাচন আওয়ামী লীগের লোকেরা রিট করে বন্ধ করে দিয়েছিল। এ নির্বাচনটাও হুমকির মুখে আছে। কারণ, সরকারি দলের কাউন্সিলররা চেষ্টা করছে হাইকোর্টে গিয়ে রিট করে নির্বাচন বন্ধ করার জন্য’— বলেন তাবিথ আউয়াল।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বিরোধীদল নির্বাচন থেকে সরে যাচ্ছে না। সরকারি দল চেষ্টা করছে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু সেটা আমরা হতে দেব না।’

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে তাবিথ বলেন, ‘আশা করি আগামীকাল আমাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন পেলে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় আমাদের যে লড়াই চলছে, সে লড়াই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিতে চাই, একটা নগর উন্নয়নে তরুণ নেতৃত্ব দরকার। তাই আমরা দুইজন একসঙ্গে দায়িত্ব হাতে নেওয়ার চেষ্টা করছি। পৃথিবীতে ঢাকা শহর সবগুলো ইনডেক্সে একেবারে নিম্নস্তরে আছে। বায়ুদুষণ, পয়ঃনিষ্কাশন, জলাবদ্ধতা— সব কিছু থেকে ঢাকা শহরের বাসিন্দাদের মুক্ত করতে হবে। শুধু বাসিন্দাদের মুক্তি নয়, কারাগার থেকে খালেদা জিয়াকেও মুক্ত করতে হবে।’

নির্বাচন কমিশন সম্পর্কে তাবিথ বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই। জনগণ প্রশ্ন করছে, ভোট ঠিকমতো হবে কী না, ভোট ঠিকমতো গণনা হবে কী না, গণনা ঠিকমতো হলেও ফলাফল ঠিকমতো প্রকাশ করা হবে কী না? এসব প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারবে। কারণ, ভোট সুষ্ঠু করার জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেয়নি।‘

তিনি বলেন, ‘আমরা চাইব অবিলম্বে উনারা (কমিশন) ইভিএম থেকে সরে যাক। এই দুর্নীতির মেশিন দিয়ে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা চাই, গণমাধ্যমকেও মুক্ত করে দেওয়া হোক, যাতে আগামী ইলেকশনকে ভালভাবে প্রচার করতে পারে।’

এ সময় তাবিথের পাশে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবসহ তাবিথ ও ইশরাকের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।

তাবিথ আউয়াল সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর