Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগর উন্নয়ন মেয়রদের পক্ষে সম্ভব না: ইশরাক


২৭ ডিসেম্বর ২০১৯ ১৯:৫০

ঢাকা: ঢাকার মতো এত সমস্যা-সংকুল নগরের উন্নয়ন মেয়রদের পক্ষে সম্ভব না বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা দীর্ঘসময় ধরে অবিভক্ত ঢাকা সিটির মেয়র ছিলেন। ওনার কাছ থেকে শুনেছি, ঢাকা সিটিতে কী কী সমস্যা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই আমরা একটি মেট্রোপলিটন সরকার চাই। অথবা নগর সরকারের দাবি জানাতে চাই। কারণ, ঢাকা সিটি করপোরেশনের একজন মেয়রকে যে কর্তৃত্ব দেওয়া হয়, তা দিয়ে তার পক্ষে নাগরিক সমস্যা সমাধান করা, নগরের উন্নয়ন করা সম্ভব না। সুতরাং যে প্রতিজ্ঞা মেয়র প্রার্থীরা করছেন, সেটি বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব না। আর্থিকভাবে তাদের সেই সক্ষমতাও নেই।’

নির্বাচন কমিশনের ওপর কোনো আস্থা নেই জানিয়ে ইশরাক বলেন, ‘এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই। ৩০ তারিখ অথবা ২৯ তারিখ রাতে দেখেছি, এই নির্বাচন কমিশনের অধীনে কী ধরনের নির্বাচন হয়। সুতরাং আমরা খুব বেশি কিছু আশা করতে পারছি না। তারপরও আমরা একটি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্বাচন অংশ নিতে যাচ্ছি।’

‘বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে ভোটে অংশ নিচ্ছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে না’— ক্ষমতাসীন দলের এমন বক্তব্যে প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এটি সম্পূর্ণ ভুল কথা। যদি কেউ বলে থাকে যে আমরা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছি, এটি মোটেই ঠিক না। দলের সিনিয়র নেতারা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব, নির্বাচনে থাকব, কি থাকব না।’

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তরে বিএনপির সম্ভব্য মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ কয়েক হাজার নেতাকর্মী সমর্থক।

ইশরাক হোসেন ডিএসসিসি বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন সিটি নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর