Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থন দেবে ২০ দল


২৭ ডিসেম্বর ২০১৯ ২০:৩৪

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থন দেবে ২০ দলীয় জোটের শরিকরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০ দলের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থন দেবে ২০ দলীয় জোটের শরিকরা। নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকবেন জোটের শরিক দলের শীর্ষ নেতারা।’

এছাড়া সম্প্রতি ভারতে পার্লামেন্টে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অতিম শাহ বিএনপি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে ২০ দলীয় জোটের আজকের বৈঠকে— জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও নাগরিকপঞ্জি (এনআরসি) সংসদে পাস করার সময় ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাাঁড়িয়ে বিএনপি এবং বিএনপি সরকার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি এই বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর সম্প্রতি যে হামলা হয়েছে, সে হামলার নিন্দা জানিয়েছে ২০ দলীয় জোট। আজকের বৈঠকে এ সংক্রান্ত একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত বছর ৩০ ডিসেম্বর যে ভোট হয়েছে, সেটি ছিল একটি প্রহসন। সেই ভোটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আগের দিন রাতে ভোট ডাকাতি করে নেওয়া হয়েছে। এ কারণে ২৯ ডিসেম্বর রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল। পূর্ব ঘোষিত এই কর্মসূচির ব্যাপারে একমত হয়েছে ২০ দলীয় জোটের শরিকরা।’

এছাড়া চলমান শৈত্যপ্রবাহে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে থাকার সিদ্ধান্ত হয়েছে ২০ দলীয় জোটের আজকের বৈঠকে— জানান নজরুল ইসলাম খান।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির (একাংশের) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসেন কাসেমী, এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির (একাংশ) মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, বাংলদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অনেকে।


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর