Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উরুগুয়েতে চার টন কোকেন জব্দ


২৮ ডিসেম্বর ২০১৯ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উরুগুয়েতে রেকর্ড পরিমাণ চার টন কোকেন জব্দের ব্যাপারে তদন্ত শুরু করবে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ ডিসেম্বর) উরুগুয়ের নৌবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে জাপান টাইমস।

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উরুগুয়ের ইতিহাসে সবচেয়ে বড় মাদক চালান আটকের ঘটনা।

এর আগে, মন্টিভিডিও বন্দর থেকে সয়া ফ্লাওয়ারের কন্টেইনারের ভেতরে পাচার করার সময় ওই কোকেনের চালান আটক করে নৌ বাহিনী।

উরুগুয়ে নৌ বাহিনীর মুখপাত্র দিয়েগো পিরোনা সাংবাদিকদের জানিয়েছেন, প্রথম কন্টেইনারে মোট ৩ হাজার ৫০০ কোকেনের বার রয়েছে। প্রতিটি বারে ১.১ কেজি করে কোকেন রয়েছে। তিনি আরও বলেছেন, চার দফা স্ক্যানের পর ওই কন্টেইনার থেকে কোকেন প্রাপ্তিএ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ ও আফ্রিকায় কোকেন চোরাচালানের একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয় উরুগুয়ে। এর আগে, উরুগুয়ের মাটিতে সর্বোচ্চ তিন টন পর্যন্ত কোকেন জব্দ করার ঘটনা ছিল।

উরুগুয়ে কোকেন জব্দ মাদক চোরাচালান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর