Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার কাউন্সিলে যোগ দেননি রওশন


২৮ ডিসেম্বর ২০১৯ ১২:৩৮

ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা) নবম কাউন্সিলে যোগ দেননি দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীর নেতা রওশন এরশাদ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। প্রথম অধিবেশনে রওশন এরশাদসহ দলের অনেক নেতা কর্মীই উপস্থিত হননি।

দলের জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য, বিদায়ী কমিটির সাংগঠনিক রিপোর্ট পেশ, গঠনতন্ত্র অনুমোদন ও বিদায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয়।

কিন্তু দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন কেন কাউন্সিলে আসেননি তা নিয়ে কোন মন্তব্য করতে চাননি দলটির শীর্ষ নেতারা।

 সারাদেশ থেকে ৮ হাজার ডেলিগেট সম্মেলনে যোগ দিয়েছে বলে জানান জাতীয় পার্টির নেতাকর্মীরা।

দুপুরে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হবে দলের নেতৃত্ব নির্বাচন। গঠিত হবে আগামী তিনবছরের জন্য জাতীয় পার্টির নতুন কমিটি।

নতুন কমিটিতে কাউন্সিলরদের মৌখিক ভোটে দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রওশন এরশাদ, চেয়ারম্যান হিসেবে জিএম কাদের নির্বাচিত হবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। পরবর্তীতে চেয়ারম্যান বাকী পদগুলো ঘোষণা করার কথা রয়েছে।

জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারই প্রথম দলটির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দলটির ৮টি কাউন্সিল হয়েছে এরশাদের উপস্থিতিতে। ২০১৬ সালের ১৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দলটির প্রায় ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটসহ লক্ষাধিক প্রতিনিধি যোগ দেন।

বিজ্ঞাপন

কাউন্সিল জাপা জিএম কাদের রওশন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর