Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদ ছিলেন জ্ঞানী-পারফেক্ট জেন্টলম্যান: ওবায়দুল কাদের


২৮ ডিসেম্বর ২০১৯ ১৩:২৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কাউন্সিলে অংশ নিয়ে আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির মিত্রতা সেই ১৯৯৬ সাল থেকে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল বলেই আমরা সরকার গঠন করতে পেরেছিলাম। জাতীয় পার্টির ভূমিকা আমরা ভুলিনি।’

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (২৮ ডিসেম্বর) জাপার কাউন্সিলে ওবায়দুল কাদের এ সব কথা বলেন। এদিন দুপুর সাড়ে ১২টার পর সম্মেলনস্থলে আসেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরশাদের ভক্ত-অন্ধ ভক্ত রয়েছেন। রাজনীতিতে এরশাদ ছিলেন জ্ঞানী, পারফেক্ট জেন্টলম্যান। তিনি ছিলেন একই বৃন্তে দুটি ফুল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সমর্থনের কারণেই সেদিন আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছিল। ক্ষমতায় এসেছিল। ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর ২০০৮ সালে আবারও মহাজোট গঠনেও জাতীয় পার্টি অকুণ্ঠ সমর্থন দিয়েছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আগে সংসদ অধিবেশনে ফাইল ছোড়াছুড়ি ছিল। মারামারি, স্পিকারকে আক্রমণ করা হতো। জাতীয় পার্টি বিরোধী দলে থাকায় সংসদে মারামারি, ফাইল ছোড়াছুড়ি, স্পিকারকে এখন আক্রমণ করা হয় না। জাতীয় পার্টি সংসদে এখন সঠিক ভূমিকা পালন করছে।’

‘শুধু সংসদে নয়, সংসদের বাইরেও জাতীয় পার্টি গঠনমূলক রাজনীতি করছে। এখন অগ্নিসন্ত্রাসের রাজনীতি হয় না। বিরোধী দল যত ঐক্যবদ্ধ থাকবে সরকার তত শক্তিশালী হবে। সেই শক্তি নিয়ে সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।’

জাতীয় পার্টির সম্মেলন প্রসঙ্গে কাদের বলেন, ‘আজকের এই সম্মেলন সুন্দর ও সফলভাবে আয়োজন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন।’

এইচ এম এরশাদ এরশাদ ওবায়দুল কাদের কাউন্সিল জাতীয় পার্টি জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর