সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত ৬২
২৮ ডিসেম্বর ২০১৯ ১৪:১৪
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকির কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এই বিস্ফোরণে ৬২ জনের মৃত্যু হয়।নিহতদের মধ্যে অধিকাংশই কলেজ ছাত্র। মোগাদিসুর মেয়রের বরাতে রেডিও দালসান ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর আরটি নিউজ।
মোগাদিসুর মেয়র জানান, গাড়ি বোমাটি বিস্ফোরিত হওয়ার সময় পাশে থাকা বেনাডির ইউনিভার্সিটির একটি শিক্ষার্থী বাস আক্রান্ত হয়।
https://twitter.com/DalsanFM/status/1210825173307285504
প্রসঙ্গত, গাড়ি বোমাটি বিস্ফোরিত হওয়ার আগে, নিরাপত্তা চৌকিতে আইন শৃঙ্খলা বাহিনী ও ইসলামি জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
কর্তৃপক্ষের বরাতে আরও বলা হয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠি এই হামলার দায় স্বীকার করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।