ভারতে পিঁয়াজ বোঝাই ট্রাক লুট
২৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৯
সোনা, টাকার পর এবার ভারতের বিহারে লুট হয়েছে পিঁয়াজভর্তি ট্রাক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিহারের কাইমুর জেলার মোহানিয়া থানাধীন গ্রান্ড ট্রাঙ্ক রোড থেকে ছয়জন অস্ত্রধারী একটি পিঁয়াজভর্তি ট্রাক লুট করেছে। ওই ট্রাকে প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৫ টন পিঁয়াজ ছিল। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ রুপি। শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
পুলিশের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গাড়িতে করে আসা ছয়জন সশস্ত্র ডাকাত গ্রান্ড ট্রাঙ্ক রোডের মুথানি ডাইভারশন এলাকায় অস্ত্রের মুখে ট্রাক ড্রাইভার দেশরাজকে জিম্মি করে। তারপর তারা ১০২ বস্তা পিঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে অনুল্লেখিত গন্তব্যে চলে যায়। ড্রাইভার দেশরাজকে তারা চার ঘন্টা আটকে রাখার পর, চোখ বেঁধে অচেনা এক স্থানে নামিয়ে দেয়। ডাকাতরা একটি পেট্রোল পাম্পের নাম উল্লেখ করে বলে, সেখানে তার ট্রাকটি পার্কিং করে রাখা হবে। পরে দেশরাজ প্রায় এক কিলোমিতার হাঁটার পর সেই পেট্রোল পাম্প খুঁজে পান, যেখানে তার ট্রাকটি পার্ক করা ছিল।
তারপর, ওই ট্রাকের পিঁয়াজের মালিক জাহানাবাদের ব্যবসায়ী মিনহাজ রইসকে পুরো ঘটনা জানান। মিনহাজের এক বন্ধু মৃত্যুঞ্জয় কুমার টাইমস অব ইন্ডিয়াকে জানান, পিঁয়াজ বোঝাই ট্রাকটি এলাহাবাদ থেকে জাহানাবাদের দিকে যাওয়ার পথে ডাকাতির কবলে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ এই ডাকাতি মামলার কোনও সুরাহা করতে পারেনি।