জয়নুলের জন্মদিনে গুগলের ডুডল
২৯ ডিসেম্বর ২০১৯ ১২:২৬
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মদিন ২৯ ডিসেম্বর, রোববার। এই মহান শিল্পীর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।
গাছের নিচে বসে শিল্পী তার তুলি দিয়ে গুগলের ইংরেজি বানানের ‘O’ অক্ষরটি আঁকছেন আর সামনে একজন কাঁধে ভারে করে রসের হাড়ি নিয়ে যাচ্ছেন ফেরি করতে। এমন একটি ছবি দেখা যাচ্ছে গুগলে ঢুকলেই।
গুগলের সার্চবক্সের ওপরে দেখানো বিশেষ লোগো এই ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণ করে নিজেদের লোগো বদলে মানানসই যে লোগো তৈরি করে গুগুল, সেটিই ডুডল। বিশেষ দিন ও বিশেষ ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে গুগল নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার জন্মগ্রহণ করেন। জয়নুল আবেদিনকে বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য বিবেচনা করা হয়।