আস্থা রাখুন, সুযোগ দিন: তাপস
২৯ ডিসেম্বর ২০১৯ ১২:৪৬
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসি) করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, মেয়র পদে মনোনয়ন পাওয়ায় আমি দলের প্রধান শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এলাকাবাসীর কাছে আহ্বান আমরা আমার ওপর আস্থা রাখবেন, আমাকে সুযোগ দেবেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তাপস এ সব কথা বলেন।
দক্ষিণের এই মেয়র প্রার্থী বলেন, ‘ঢাকা-১০ আসনের জন্য কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি যে, আমাদের প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ গড়তে একটি উন্নত রাজধানী প্রয়োজন। আমি সেই সুযোগটি গ্রহণ করতে চাই।’
আরও পড়ুন: খোকন বাদ, দক্ষিণে তাপস, উত্তরে আতিকুল
ফজলে নূর তাপস বলেন, ‘বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে পুরান ঢাকাকে নতুনভাবে গড়ে তুলব। পুরান ঢাকার অবহেলিত মানুষদের সকল সুযোগ-সুবিধা দিয়ে উন্নত শহর গড়ে তুলব।’
নিজের পরিকল্পনা তুলে ধরে এই প্রার্থী বলেন, ‘নির্বাচিত হলে পুরান ঢাকার উন্নয়নে ৩০ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। দক্ষিণ সিটিকে অপরূপ রূপে প্রস্ফুটিত করে তুলতে কাজ করব। ২০৪১ সাল সামনে রেখে একটি উন্নত রাজধানী উপহার দিতে চাই।’