Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা


২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৬

ঢাকা: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নাম ওয়ার্ড অনুযায়ী নিচে দেওয়া হলো।

বিজ্ঞাপন

১-মো. আফছার উদ্দিন খান; ২-আলহাজ্ব কদম আলী মাদবর; ৩-মোহাম্মদ জিন্নাদ আলী মাদবর;  ৪- মোহাম্মদ  জামাল মোস্তফা; ৫-আব্দুর রউফ নান্নু;  ৬-সালাহউদ্দিন রবিন;  ৭-তোফাজ্জল হোসেন; ৮-আবুল কাসেম মোল্লা; ৯-মুজিব সারোয়ার মাসুম; ১০-আবু তাহের; ১১-দেওয়ান আবুল মান্নান; ১২-মুরাদ হোসেন; ১৩-হারুনুর রশিদ; ১৪-মোহাম্মদ মইজউদ্দিন; ১৫-সালেক মোল্লা; ১৬-মতিউর রহমান; ১৭-ইসহাক মিয়া; ১৮-জাকির হোসেন; ১৯-মফিজুর রহমান; ২০-জাহিদুর রহমান; ২১- মাসুম গনি; ২২- লিয়াকত আলী; ২৩- সাখাওয়াত হোসেন; ২৪- মোহাম্মদ সফিউল্লা; ২৫- আব্দুলাহ আল মঞ্জুর;  ২৬- শামিম হোসেন; ২৭- ফরিদুর রহমান খান; ২৮- ফোরকান হোসেন; ২৯ নুরুল ইসলাম রতন; ৩০- আবুল হাসেম হাসু; ৩১- আলেয়া সারোয়ার ডেইজি; ৩২- সৈয়দ হাসান নুর ইসলাম; ৩৩- আসিফ আহমেদ; ৩৪-শেখ মোহাম্মদ হোসেন; ৩৫-মোক্তার সরদার; ৩৬-তৈমুর রেজা খোকন; ৩৭-জাহাঙ্গীর আলম; ৩৮ শেখ সেলিম; ৩৯ শফিকুল ইসলাম; ৪০-নজরুল ইসলাম ঢালি; ৪১-আব্দুল মতিন; ৪২-মোহাম্মদ জাহাঙ্গীর আলম; ৪৩-শরিফুল ইসলাম ভূঁইয়া; ৪৪-মোহাম্মদ শফিকুল (শফিক); ৪৫-জয়নাল আবেদিন; ৪৬-সাইদুর রহমান সরকার; ৪৭-মোতালেব মিয়া;  ৪৮-একেএম মাসুদুজ্জামান; ৪৯-শফিউদ্দিন মোল্লা; ৫০-বি এম শামিম; ৫১-শরীফুর রহমান; ৫২-ফরিদ আহমেদ; ৫৩ মোহাম্মদ নাসির উদ্দিন; ৫৪ জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর ধামমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

আরও পড়ুন- খোকন বাদ, দক্ষিণে তাপস, উত্তরে আতিকুল

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

টপ নিউজ ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর